| মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | প্রিন্ট | 41 বার পঠিত
ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণ ও ভয়াবহ ভূমিধসে অন্তত ১৫জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। সোমবার (৬ মার্চ) দেশটির দক্ষিণ চীন সাগর তীরবর্তী নতুনা অঞ্চলে এ বিপর্যয় দেখা দিয়েছে। ভারী বৃষ্টি ও কয়েকজায়গায় ভূমিধসের কারণে অনুসন্ধান ও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। কিছু কিছু জায়গায় বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন এজেন্সি (বিএনপিবি) বন্যা ও ভূমিধসের বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সেরাসান দীপের বনাঞ্চলের মধ্য দিয়ে ভূমিধস এবং ঘরবাড়ির ওপর মাটি ও ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে।
নতুনা অঞ্চলের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আবদুল রহমান বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ভূমিধসে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৫০ জনের মতো।
রিয়াউ দীপপুঞ্জের দুর্যোগ প্রশমন এজেন্সির মুখপাত্র জুনাইনাহ বলেছেন, আবহাওয়া প্রতিনিয়ত বদলাচ্ছে। বাতাস আগের চেয়ে আরও জোরে বইছে। জোয়ারের ঢেউ বেশি।
পরিস্থিতি খারাপ হতে থাকায় ৬০ জনের অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্বীপের উদ্দেশে রওনা হয়েছে। পৌঁছাতে ৭ থেকে ৮ ঘন্টা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
বিএনপিবি’র মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, উদ্ধার অভিযানের গতি বাড়াতে একটি হেলিকপ্টার মোতায়েন করা হবে। বর্ষার মৌসুমে ইন্দোনেশিয়ার প্রচুর বৃষ্টিপাত হয়ে। এতে ভূমিধস ও বন্যা দেখা দেয়। দ্বীপ অঞ্চলটিতে অন্যান্য জায়গার চেয়ে ভূমিকম্প ও ভূমিধসের ঘটনা চোখে পড়ার মতো।
Posted ৩:৪৯ এএম | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।