| রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 101 বার পঠিত
ইতালির উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ৪৩ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া সেখান থেকে ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। খবর আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ইউরোপের দেশ ইতালির দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ইতালির কোস্টগার্ড গণযোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে বলেন, উদ্ধার অভিযান এখনও চলছে।
ইতালির বার্তা সংস্থা এএনএসএ বলেন, সমুদ্রে ঝড় এখনো পুরোপুরি না থামা সত্ত্বেও জীবিতদের সন্ধান কাজ অব্যাহত রয়েছে।
এজিআই নিউজ এজেন্সি একজন উদ্ধারকর্মীর কাছ থেকে জানতে পারেন, ভয়াবহ ঝড়ে সমুদ্রের উত্তাল ঢেউয়ের কারণে জাহাজটি ছিটকে আলাদা হয়ে যায় এবং হতাহতদের মধ্যে এক মাস বয়সী শিশুও রয়েছে।
প্রাদেশিক সরকারি কর্মকর্তা ম্যানুয়েলা কুরা বলেন, তিন বা চার দিন আগে আফগানিস্তান, পাকিস্তান ও সোমালিয়া থেকে আসা লোকদের নিয়ে নৌকাটি পূর্ব তুরস্কের ইজমির থেকে ছেড়েছিল।
Posted ৩:০০ পিএম | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।