| বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | প্রিন্ট | 24 বার পঠিত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের তালেবান গভর্নর নিজ কার্যালয়েই বিস্ফোরণে নিহত হয়েছেন।
বিবিসি জানায়, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর গভর্নর মোহাম্মদ দাউদ মুজাম্মিলই সবচেয়ে ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তা, যিনি বিস্ফোরণে নিহত হলেন।
তালেবান ক্ষমতা গ্রহণের পর সহিংসতা অনেক কমে এলেও বিশিষ্ট তালেবান কর্মকর্তা ও অন্যান্যদের ওপর জঙ্গি হামলা বেড়ে গেছে।
স্থানীয় পুলিশ বলছে, বিস্ফোরণের কারণ অস্পষ্ট। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।
তবে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইটারে দাবি করেছেন, ‘ইসলামের শত্রুদের দ্বারা বিস্ফোরণে গভর্নর শহীদ হয়েছেন।’
নাঙ্গারহার প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সময় মুজাম্মিল ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন। গত বছর অক্টোবরে তাকে বলখ প্রদেশের গভর্নরের দায়িত্ব দেওয়া হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণে গভর্নরসহ অন্তত দুই জন নিহতের কথা জানিয়েছেন পুলিশ। বৃহস্পতিবার পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেছেন, বিস্ফোরণ ছিল আত্মঘাতী।
প্রদেশটির রাজধানী মাজার-শরিফে তালেবান আট বিদ্রোহী ও অপহরণকারীকে হত্যার দাবির একদিন পর এই বিস্ফোরণ ঘটলো।
Posted ২:৩১ পিএম | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।