| শুক্রবার, ০৩ মার্চ ২০২৩ | প্রিন্ট | 23 বার পঠিত
আজ ৩ মার্চ, শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব শ্রবণ দিবস-২০২৩। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘কর্ণ ও শ্রবণ সেবা সকলের তরে, আসুন করি বাস্তবায়ন ঘরে ঘরে’।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে স্পিচ অ্যান্ড হিয়ারিং সোসাইটি অব বাংলাদেশ। সংগঠনটি স্বাভাবিক শ্রবণ ক্ষমতা রক্ষায় ১৪ দফা সুপারিশ করেছে।
তাদের সুপারিশসমূহের মধ্যে রয়েছে—হাইড্রোলিক হর্ন বন্ধ করা, আবাসিক এলাকার জন্য শব্দের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ৫৫ ডেসিবল ও বাণিজ্যিক এলাকার জন্য ৭০ ডেসিবল বাস্তবায়ন করা, উচ্চ শব্দের মধ্যে কর্মরতদের ক্ষেত্রে ইয়ার প্লাগ ব্যবহার বাধ্যতামূলক করা, পাঠ্যসূচিতে শব্দদূষণ রোধের বিষয়ে সচেতন করা; পাবলিক প্লেসে মাইক কিংবা স্পিকার ব্যবহারে শব্দের মাত্রা ৫৩ ডেসিবলের মধ্যে রাখার জন্য আইন প্রণয়ন করা উল্লেখযোগ্য।
Posted ২:৩৬ এএম | শুক্রবার, ০৩ মার্চ ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।