| বুধবার, ২৪ অগাস্ট ২০২২ | প্রিন্ট | 127 বার পঠিত
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার (২৪ আগস্ট) হঠাৎ করে কিয়েভ সফরে গেছেন। এই সফরের মাধ্যমে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর তৃতীয়বারের মতো কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে দেখা করেছেন বরিস।
রিপাবলিক’র প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়েভে গিয়ে ইউক্রেনকে আরও ৬৬ মিলিয়ন ডলারের সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ইউক্রেনের বর্তমান সক্ষমতা বৃদ্ধি করতে সহায়তার নতুন প্যাকেজ ঘোষণা করেছেন বরিস। যুক্তরাজ্যের নতুন সহায়তা দিয়ে ইউক্রেন দূরপাল্লার নজরদারি এবং রক্ষণাত্বকমূলক লক্ষ্য বৃদ্ধি করতে পারবে।
এদিকে কিয়েভে যাওয়ার ব্যাপারে বরিস জনসন বলেছেন, আমি এসেছি ইউক্রেনকে বার্তা দিতে যুক্তরাজ্য আপনাদের পাশে আছে এবং আগামীতেও পাশে থাকবে।
Posted ৫:১০ পিএম | বুধবার, ২৪ অগাস্ট ২০২২
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।