শনিবার ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে: রাজশাহীতে প্রধানমন্ত্রী

  |   রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   26 বার পঠিত

আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে: রাজশাহীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাঁর দল জনগণের সাথে থেকে তাদের কল্যানের জন্য কাজ করে।

তিনি ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে দেশবাসীকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করারও আহ্বান জানান।

তিনি বলেন, ’যারা (বিএনপি নেতারা) বলছে আওয়ামী লীগ পালানোর সুযোগ পাবে না, আমি তাদের একটা কথা পরিষ্কার করতে চাই যে, আওয়ামী লীগ কখনো পালায় না, কিন্তু তাদের নেতারাই পালিয়ে যায়।’

রবিবার (২৯ জানুয়ারি) বিকালে রাজশাহীতে মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতে ‘৭৫-এর ট্র্যাজেডির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি ও আমার ছোট বোন বিদেশে ছিলাম। আমরা দেশে ফিরতে পারিনি। ছয়টি বছর আমাদের বিদেশে থাকতে হয়েছিল। আমি এমন একটি দেশে ফিরে আসি, যেখানে আমার বিচার চাওয়ার অধিকার ছিল না। জাতির পিতার খুনিদের ইনডেমনিটি দিয়ে বিচারের হাত থেকে রক্ষা করা হয়েছিল। পুরস্কৃত করা হয়েছিল। যুদ্ধাপরাধীরা- যাদের বিচার শুরু করেছিলেন জাতির পিতা, তাদেরও দেশে এনে ক্ষমতায় বসানো হয়। সেই অবস্থায় আমি দেশে ফিরে আসি বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য”।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আমরা মানুষের কল্যাণে কাজ করি। রাজশাহী আমে ভরপুর। রাজশাহীর অনেক ঐতিহ্য ছিল। এই ঐতিহ্যগুলো যেন আবার ফিরে আসে। সেজন্য আমের ওপর গবেষণা হচ্ছে, বারোমাসি আম। এখন বিদেশে আম রপ্তানি হচ্ছে। আগামী মৌসুমে ট্রেনে করে যাতে আম চলে যায়, রেলের যোগাযোগ আমরা বাড়িয়েছি। আমরা গ্যাসের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা ১০০টি শিল্পাঞ্চল করেছি। কোনোখানে বেকার থাকবে না। সেটাই আমাদের লক্ষ্য। যমুনা সেতু, পদ্মা সেতু, বন্ধ বিমানবন্দর চাল করে দেশের সব যোগাযোগ নেটওয়ার্ক চালু করেছি।’

সদ্য উদ্বোধন করা প্রকল্পের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১৪ বছরে রাজশাহী জেলা ও মহানগরে ১০ হাজার ৬৬০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প আমরা বাস্তবায়ন করে দিয়েছি। শুধু এই রাজশাহী মহানগরে ৪ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছি। ১ হাজার ৩৩৩ কোটি টাকার ২৬টি প্রকল্প আজ উদ্বোধন করলাম। ৩৭৫ কোটি টাকার ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এই প্রকল্পগুলো আমি আপনাদের জন্য উপহার হিসেবে দিয়ে গেলাম। করোনাকালে আপনাদের মাঝে আসতে পারিনি। এবার এসেছি। গত নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন। আপনাদের ধন্যবাদ জানাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আজকে আমরা যে ওয়াদা দেই, সেই ওয়াদা আমরা রক্ষা করি। ২০০৮ এর নির্বাচনে আমরা বলেছিলাম, রুপকল্প-২০২১ বাস্তবায়ন করব। আমরা তা করেছি। আজকের বাংলাদেশ উন্নয়নশীল দেশ। দেশের উন্নয়নের অগ্রযাত্রা সচল রাখার জন্য আগামী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ উন্নয়নশীল দেশ। দেশের উন্নয়নের অগ্রযাত্রা সচল রাখার জন্য আগামী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নৌকা মার্কায় ভোট চাই।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এই বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন হবে। আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন কি না, ওয়াদা চাই।’ তখন মাঠভরা জনতা হাত তুলে সম্মতি জানান।’ ‘নৌকা, নৌকা’ বলে স্লোগান দেন। এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘ আপনাদের অনেক ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে। আমাদের উন্নয়নের এই জয়যাত্রায় আগামী ২০৪১ সালে যেন স্মার্ট বাংলাদেশ যেন গড়তে পারি, এ জন্য নৌকা মার্কায় ভোট দেবেন।’


Facebook Comments Box

Posted ৪:০৭ পিএম | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(160 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।