রবিবার ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আইসিটি খাতের রপ্তানি বাড়াতে সহযোগিতা করবে ইইউ

  |   সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   86 বার পঠিত

আইসিটি খাতের রপ্তানি বাড়াতে সহযোগিতা করবে ইইউ

বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের অপার সম্ভাবনা রয়েছে। ইউরোপিয়ান চেইন অব কমার্সের অংশ হওয়ার সুযোগও রয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকার ও ইন্ডাস্ট্রির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একসঙ্গে কাজ করতে আগ্রহী।

রবিবার বেসিস সফট এক্সপো আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসাডর চার্লস হোয়াইটলি। পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘২০২৫ সাল নাগাদ তথ্য-প্রযুক্তি খাতের রপ্তানি আয় পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীতকরণ’ শীর্ষক ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শামসুল আরেফিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন র্যাপিডের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুর রাজ্জাক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসিস পরিচালক রাশাদ কবির, উনিপেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেক্সটার রিলেই ও ই-ট্রেইনের নির্বাহী পরিচালক ডাটো এরিক কু উইই ফেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন বেসিসের আন্তর্জাতিক বাজার উন্নয়নবিষয়ক কমিটির চেয়ারম্যান টি আই এম নুরুল কবির।

শামসুল আরেফিন বলেন, ‘দক্ষ মানবসম্পদ তৈরির জন্য আমরা এরই মধ্যে অনেক বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং উন্নত ইনকিউবেশন সেন্টার এবং হাই-টেক পার্ক স্থাপন করেছি। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আইসিটি রপ্তানি আয় অর্জন করতে পারবে।’

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী দিনগুলোতে সহায়তা আরো বাড়াতে ঢাকায় জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশের হাই-টেক পার্ক ও সফটওয়্যার পার্কগুলোতে বিনিয়োগ সুবিধার জন্য জাপানি বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী সেখানে এক্সক্লুসিভ জাপানি বিজনেস জোন গড়ে তোলা হবে।

বেসিসের মাধ্যমে এরই মধ্যে জাপান ও বাংলাদেশে সম্ভাবনাময় কয়েকটি স্টার্টআপ প্রতিষ্ঠানের একটি শর্ট লিস্ট করা হয়েছে। আমরা বিশ্বাস করি, আমাদের পারস্পরিক সহযোগিতা এবং একসঙ্গে পথচলার মাধ্যমেই বন্ধুত্বের এই বন্ধন আরো দৃঢ় হবে। বাংলাদেশ ও জাপান দুই দেশই এতে লাভবান হবে।’

তথ্য-প্রযুক্তি খাতের ব্র্যান্ডিংয়ে সহায়তা করবে পররাষ্ট্র মন্ত্রণালয় : বিদেশে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের ব্যবসা সম্প্রসারণ ও সক্ষমতা তুলে ধরতে কান্ট্রি ব্র্যান্ডিংয়ে সহযোগিতা করবে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শনিবার বেসিস সফট এক্সপোর অ্যাম্বাসাডর নাইটে এমন প্রতিশ্রুতির কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘২০০৮ সালের পর থেকে প্রযুক্তিতে অনেক উন্নয়ন ঘটেছে দেশে। বেশ কিছু ভিশন রয়েছে বাংলাদেশের, ২০২৫ সালের মধ্যে পাঁচ বিলিয়ন এবং ২০৩১ সালের মধ্যে এই খাত থেকে ২০ বিলিয়ন ডলার আয় করা যাবে। আমি আশা করি, বেসিস এই সম্ভাবনা বাস্তবায়ন করতে পারবে।’

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘আইসিটি ইন্ডাস্ট্রিতে বিভিন্ন দেশে এখন লাখ লাখ দক্ষ লোকের চাহিদা রয়েছে। কিন্তু সে অনুযায়ী জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরেও অনেক চাহিদা রয়েছে। সেটির জন্যও আমাদের দক্ষ জনবল দরকার।’

বিদেশে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরেন বেসিসের সদস্য প্রতিষ্ঠান ব্রেইন স্টেশন ২৩-এর প্রতিষ্ঠাতা রাইসুল কবির, ইন্টেলিজেন্ট মেশিনসের প্রতিষ্ঠাতা অলি আহাদ, সেলিসের প্রতিষ্ঠাতা তপু নেওয়াজ ও অরবিটেক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাসান শাহরিয়ার মাসুদ। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।

Facebook Comments Box

Posted ১২:৫৯ এএম | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।