শামসুল আরেফিন বলেন, ‘দক্ষ মানবসম্পদ তৈরির জন্য আমরা এরই মধ্যে অনেক বিশেষায়িত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং উন্নত ইনকিউবেশন সেন্টার এবং হাই-টেক পার্ক স্থাপন করেছি। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ অবশ্যই পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আইসিটি রপ্তানি আয় অর্জন করতে পারবে।’
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আগামী দিনগুলোতে সহায়তা আরো বাড়াতে ঢাকায় জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশের হাই-টেক পার্ক ও সফটওয়্যার পার্কগুলোতে বিনিয়োগ সুবিধার জন্য জাপানি বিনিয়োগকারীদের চাহিদা অনুযায়ী সেখানে এক্সক্লুসিভ জাপানি বিজনেস জোন গড়ে তোলা হবে।