| বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 48 বার পঠিত
বুধবার (১৫ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার ১৫তম দিন। এদিন বাংলা একাডেমির জনসংযোগ ও উপবিভাগের তথ্য অনুযায়ী নতুন বই এসেছে ৮৪টি।
এর মধ্যে গল্প ১২টি, উপন্যাস ১২টি, প্রবন্ধ ছয়টি, কবিতা ২১টি, গবেষণা একটি, ছড়া দুটি, শিশু সাহিত্য দুটি, জীবনী তিনটি, রচনাবলী চারটি, মুক্তিযুদ্ধ তিনটি, নাটক দুটি, বিজ্ঞান একটি, ভ্রমণ একটি, ইতিহাস দুটি, রাজনীতি একটি, স্বাস্থ্য দুটি, ধর্মীয় দুটি, রম্য একটি, সায়েন্স ফিকশন একটি, অন্যান্য পাঁচটি।
এর মধ্যে আগামী প্রকাশনী এনেছে মোহাম্মদ হান্নান এর ‘আহমদ শরীফ স্মারক বক্তৃতা সমগ্র’ অনুপম প্রকাশনী এনেছে সৌমেন সাহার ‘শাহ সুজার গুপ্তধন’, ভাষাপ্রকাশ এনেছে রবিন দাসের অর্ন্তদর্শন’, ঐতিহ্য এনেছে আশরাফ জুয়েলের ‘রাষ্ট্র ধারনার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প’, কথাপ্রকাশ এনেছে সাবিনা ইয়াসমিনের ‘একশ আটটি ফুল’ পাঠক সমাবেশ এনেছে খ ম হারুনের ‘শঙ্কিত পদযাত্রা’, গ্রন্থ কুটির এনেছে মাহফুজুর রহমানের ‘নেরুদা ও আলেন্দের দেশে’, ঐতিহ্য এনেছে দিলারা হাফিজের সম্পাদনায় ‘রফিক আজাদের রচনাবলী’ উল্লেখযোগ্য।
Posted ১২:০৬ এএম | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।