| বুধবার, ২১ জুন ২০২৩ | প্রিন্ট | 39 বার পঠিত
ভারতের জনপ্রিয় অভিনেত্রী ভানুরেখা গণেশা। যদিও বলিউডে রেখা নামেই বেশি পরিচিত তিনি। তাকে ‘এভারগ্রিন’ নায়িকাও বলা হয়ে থাকে। অভিনয়ের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। সম্প্রতি অতিথিশিল্পী হতে কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন রেখা।
বর্তমানে খুব একটা সিনেমায় অভিনয় করতে দেখা যায় না এই অভিনেত্রীকে। তবে সিনেমায় দেখা না গেলেও, এবার একটি টিভি সিরিজের প্রোমোতে অতিথি চরিত্রে পর্দায় হাজির হবেন রেখা। আর এজন্য ১৩ কোটি টাকা পারিশ্রমিক তিনি।
একটি সূত্র ভারতীয় গণমাধ্যমে বলেন, বলিউড অভিনেত্রী রেখাকে ‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’-এর প্রোমোতে অতিথিশিল্পী হিসেবে দেখা যাবে। আর এই প্রোমোর জন্য অনেক টাকা চেয়েছেন তিনি।
জানা গেছে, বিশেষ এই উপস্থিতির জন্য ১০ কোটি রুপি দাবি করেছেন রেখা। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি ২১ লাখ টাকার বেশি। যেখানে প্রধান চরিত্রদের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেবেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, রেখা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটিতে অতিথি চরিত্রে পর্দায় দেখা যায় তাকে।
Posted ৩:৫৪ পিএম | বুধবার, ২১ জুন ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।